|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ১৮ই মার্চ শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুর বিকন আই হাসপাতালে চিকিৎসাধীন ডোমকল সাগরপাড়ার বাসিন্দা দিপালী সাহা ডায়ালাইসিস রোগে আক্রান্ত এবং বি-পজেটিভ রক্তের ভীষণ প্রয়োজনে রক্তদানে এগিয়ে এলো আরামবাগ, হুগলির বাসিন্দা বিশ্বজিৎ দে। ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস জানান সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিনিয়ত মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়ান এবং রক্তদান করে থাকেন, প্রতিদিনের মত আজও একি দৃশ্য চোখে পরলো ট্রাস্টের সদস্য উজির সেখের এর সহযোগিতায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাংকে রক্তদানের কাজ সুসম্পন্ন হয়।