|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কংসাবতী নদীর তীরবর্তী গ্রাম বেঙ্গাই-এর উদ্যোগী সংঘের আয়োজনে ও মেদিনীপুর শহরের সামাজিক সংগঠন প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটর সহযোগিতায় এই বছর প্রথম বারের জন্য অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।প্রদীপ প্রজ্জ্বলন ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী দীপেশ দের সঙ্গীতের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।সৃজনী কলা কেন্দ্রে ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের নৃত্য উপস্থাপন,বাচিক শিল্পী রত্না দে,শিক্ষক সুনীল কুমার মন্ডল,গ্রামীণ ছাত্র-ছাত্রীদের আবৃতি ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বেশ কয়েকঘন্টার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা, সমাজসেবী গণি ইসমাইল মল্লিক, আশিস বাগ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বিশিষ্ট ব্যাবসায়ী বাপী পাল, বাচিক শিল্পী নরোত্তম দে, স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝর্না ঘোষ , উদ্যোগী সংঘের সম্পাদক দেবাশীষ ভূঞ্যা সদস্য প্রদীপ প্রামাণিক , খোকন ভুঁইঞা, দিলীপ ঘোষ, তিমির পড়িয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজকর্মী, উদ্যোগী সংঘের সভাপতি রাহুল কোলে। এই অনুষ্ঠাষ ঘিরে বেঙ্গাই গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।