মলানা আজাদ অ্যাকাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

সাজ্জাদ হাসান: প্রতি বছরের ন্যায় এ বছরও মৌলানা আজাদ একাডেমী প্রতিষ্ঠানের ছাত্র দের নিয়ে বিভিন্ন ধরনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে। হাওড়া জেলার বাগনান এর হাল্যাণ এ অবস্থিত এই প্রতিষ্ঠান। পশ্চিম বাংলার অন্যতম আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ডক্টর শেক আব্দুল মজিদ। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদের পড়াশোনার সাথে সাথে শরীরচর্চা খেলাধুলা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে।

    ঐদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হাল্যাণ হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর শেখ কুসুমুদ্দিন, সঙ্গ দেন একাডেমির প্রধান শিক্ষক শেক সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন মৌলানা আজাদ একাডেমী সম্পাদক মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সারা ভারত বিদ্যালয় ক্রীড়া সংগঠনের সম্পাদক শ্রী অসিত সরকার, তিনি ক্রীড়া সম্পর্কিত বক্তব্য রাখেন এবং পড়াশোনার সাথে সাথে শরীরচর্চার যে প্রয়োজন সেই সম্পর্কিত বলেন এবং ছাত্রদের উৎসাহ দেন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ বাউজুল হোসেন, শিক্ষাব্রতী সামাদুল করিম, শিক্ষাবিদ শেখ আব্দুল মালেক, ম্যানেজমেন্ট এর সমস্ত সদস্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। জুরি অফ অ্যাপেল এর সদস্যদের বরণ করা হয় এবং ছাত্রদের শপথ বাক্য পাঠ করানো হয়। খেলাধুলা করতে করতে যদি কোনো ছাত্র অসুস্থ হয়ে যায় তার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা সহ অভিজ্ঞ ডাক্তার বাবুরা ছিলেন প্রতিযোগিতার কর্মসূচি পরিচালনা করেন হাবিবুর রহমান ও রিন্টু ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহ-সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেক এমদাদুল করিম।