ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টে বৈঠক পাথর রপ্তানিতে অচলাবস্থা কাটাতে এই সিদ্ধান্ত

আজিম শেখ:নতুন গতি,বীরভূম: পাথর রপ্তানি সংক্রান্ত জট কাটাতে ভারত বাংলাদেশে সীমান্তের জিরো পয়েন্টে বৈঠকে বসল মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। বাংলাদেশের কাস্টম অফিসার, ইনপোটার এবং আমদানিকারকদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, ওয়ার্কিং প্রেসিডেন্ট ফজলুল হক, সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ভূপতি মন্ডল সহ অন্যান্যরা। পাথর রপ্তানিতে জট কাটাতে বৈঠকে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এই বিষয়ে সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, গত 17 নভেম্বর থেকে বাংলাদেশে পাথর রপ্তানিতে অচলাবস্থা দেখা দিয়েছে। সমস্যায় পড়েছেন এদেশের রপ্তানিকারকরা। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তারা ডেপুটি হাইকমিশনার থেকে শুরু করে বাংলাদেশের ইনপোটারদের সাথে কথা বলেছেন। আজ বাংলাদেশের কাস্টম অফিসার এবং ইনপোটারদের নিয়ে জিরো পয়েন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আগামী রবিবারের মধ্যে পাথর রপ্তানি শুরু হবে বাংলাদেশ বলে আশা প্রকাশ করেন প্রসেনজিৎ বাবু।