|
---|
মহিউদ্দীন আহমেদ, বোলপুর: ১৬৬ তম হুল উৎসব পালন হলো জেলার বিভিন্ন জায়গায়। মঙ্গলবার বামফ্রন্টের পক্ষ থেকে সিউড়ি সিধো কানহুতে মাল্যদান করা হয়। সকাল ৯.৩০টায়। হুল উৎসব উপলক্ষ্যে সিউড়ির শরদীশ রায় সেবাসদনে বামফ্রন্টের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
হূল উৎসব পালন করা হয় মহঃবাজার এলাকার মহঃবাজার-উল পাহাড়ী- চক রাইপূরও ফুলগড়িয়া গ্রামে। সেখানে উপস্হিত ছিলেন শুশিল ধ্যাঙ্গড়
বাবুরাম মার্ডী,মাধবী বাগ্দী, প্রভাস মাল,আব্দুল মজিদ, ছাত্র নেতা রবিদাস, যুবনেতা ভূতনাথ দাস সহ অনান্যরা। নানুরের মোহনপুর গ্রামে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের নেতা জহর সোরেন ও পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের জেলা সম্পাদক সুদেব থান্দার এবং সংগঠনের অন্যান্য নেতৃত্ব।