|
---|
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম অনুযায়ী ১লা জুলাই থেকে ৭৫ মাইক্রোনের নীচে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ। দ্বিতীয় দিনে কি অবস্থা শহর বর্ধমানের সেটা দেখতে বাজার পরিক্রমা করল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড।বাজারে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া, অনেকেই ব্যাগ নিয়ে গেছেন বাজার, অনেকেই আগের মতো প্লাস্টিক নিয়ে বাজার করছেন। সবুজ সৈনিকের দল মানুষকে প্লাস্টিক না নেওয়ার জন্য অনুরোধ করে, কিছু মানুষের হাতে কাগজের ব্যাগ ও ধরিয়ে দিয়ে ব্যাগ নিয়ে বাজার আসার অনুরোধ করে। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সর্বভারতীয় সভাপতি আবু আজাদ বলেন ‘শুধু মাত্র নিয়ম করে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যাবে না, সাধারণ মানুষকে সচেতন হতে হবে, তবেই এটা সম্ভব হবে বন্ধ করা।’