|
---|
নিজিস্ব সংবাদদাতা: শনিবার পাহাড়ে নিয়ে আসা হবে জওয়ানদের মৃতদেহ, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিজয় মিছিল স্থগিত।
মনিপুরের ভয়ংকর ধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮, এরমধ্যে দার্জিলিং সহ সংলগ্ন এলাকায় ৯ জন জওয়ান রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তীব্র শোক প্রকাশ করেছেন। আজ জওয়ানদের মৃতদেহ গুলি পাহাড়ে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।
সদ্য পাহাড়ের জিটিএ নির্বাচনে জয়ী হয়েছে গো রখা প্রজাতান্ত্রিক মোর্চা। গোরখা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা জানান এই সময় আনন্দ উল্লাস করার নয়। তাই গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিজয় মিছিল স্থগিত রাখা হয়েছে। এছাড়া তিনি নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার আবেদন জানিয়েছেন।