মুর্শিদাবাদে স্কুল অফ নার্সিং ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হলো ল্যাম্প লাইটিং শিরোমনি

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর:

    মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটি। না আছে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, না আছে চিকিৎসা শাস্ত্রের উন্নতি সাধন এবং চিকিৎসাশাস্ত্র কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না আছে সেইরকম কোনো প্রতিষ্ঠান।

     

    তাই এ সমস্ত দিকে লক্ষ্য রেখে গত বছর জুন মাসে মুর্শিদাবাদের চিকিৎসাশাস্ত্রকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিয়াগঞ্জে প্রতিষ্ঠিত হয় “Jiaganj School of Nursing Training” নামে একটি স্কুল।
    আজ শনিবার এই স্কুলে তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ” Lamp Lighting Ceremony” ।

    অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করা হয় ও জঙ্গী হামলায় শহীদ সেনাদের আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
    অতঃপর উক্ত প্রতিষ্ঠানের নতুন ছাত্রীদের প্রদীপ হাতে মানুষের পাশে নিঃস্বার্থভাবে কাজ করার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ও ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন। তিনি মুর্শিদাবাদের মতো পিছিয়ে পড়া জেলায় কিভাবে আরো উন্নয়ন করা যায় সে বিষয়ে বক্তব্য রাখেন এবং উক্ত প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
    উপস্থিত ছিলেন বহরমপুর লীলা হসপিটাল এর কর্ণধার সুমন তাঞ্জিলাল।

    এছাড়া জিয়াগঞ্জ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি জনাব শংকর মন্ডল সহ মুর্শিদাবাদ জেলার মুখ্য সুস্থ অধিকারিক মহাশয় ও উক্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন ।