আবারো একটি স্পেশাল ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে হায়দ্রাবাদ থেকে মালদায় পৌঁছাল

আবারো একটি স্পেশাল ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে হায়দ্রাবাদ থেকে মালদায় পৌঁছাল

    নতুন গতি, মালদা- সোমবার আবারো একটি স্পেশাল ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে হায়দ্রাবাদ থেকে মালদায় পৌঁছাল। ট্রেনটিতে মোট ১৪৯২ জন শ্রমিক রয়েছে। দক্ষিণবঙ্গ ও গৌড়বঙ্গের জেলার শ্রমিকেরা মালদায় নামানো হয়। উত্তরবঙ্গের শ্রমিকদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নামানো হবে।

    মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় সমস্ত রকম ব্যবস্থা আয়োজন করা হয়। মালদা রেল স্টেশন চত্বরে বিশাল পুলিশ বাহিনীকে অতি তৎপরের সঙ্গে কাজ করতে দেখা যায়। সেখানে মালদা জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র তৎপরতার সঙ্গে পরিযায়ী শ্রমিকদের ট্রেন থেকে নামিয়ে তাদের সমস্ত রকম থার্মাল স্ক্রিন টেস্টের পর তারা যাতে সুস্থভাবে নিজ জেলায় যেতে পারে তার জন্য বাসে উঠানোর সমস্ত রকম ব্যবস্থাও খুব ভালোভাবে আয়োজন করেন।