জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে বসুন্ধরা উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে বসুন্ধরা উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার।বসুন্ধরা উৎসবের শুভ সূচনা করেন মহকুমাশাসক অনির্বান কোলে, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামানিক,জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা ,
    জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ ভট্টাচার্য , ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রফিকুল ইসলাম, ব্লকের অন‍্যতম নেতা প্রদীপ পাল ও সেখ আব্দুস সালাম সহ প্রমুখ। উৎসবে প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলার বিভিন্ন স্টলে পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।