|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* : মেদিনীপুর রবীন্দ্র নিলয়ে শ্রদ্ধার সঙ্গে প্রয়াণ দিবসে স্মরণ করা হলো কবিগুরু কে। মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে রবীন্দ্র নিলয় ক্যাম্পাসে চারাগাছ রোপণ ও কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সাংস্কৃতিক সম্পাদক হায়দার আলী প্রমুখ। এদিন মেদিনীপুর বাচিক শিল্পী সংসদের তরফে রবীন্দ্র নিলয়ে কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও একটি সমবেত আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে পালিত হলো কবিগুরুর প্রয়াণ দিবস।
এই সংসদের তরফে অন্যতম আহ্বায়ক কৌস্তুভ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, আজকের এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিয় পাল, মোম চক্রবর্তী, পাঞ্চালি চক্রবর্তী, সুজাতা চক্রবর্তী, রত্না দে, সুতনুকা মাইতি, ইন্দ্রাণী দাশগুপ্ত, তন্দ্রিমা ঘোষ, নরোত্তম দে, কুমারেশ দে প্রমুখ বাচিক শিল্পীবৃন্দ। এছাড়াও বিভিন্ন সংগঠন ও শিল্পী যৌথ ও ব্যক্তিগত উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।