|
---|
নবাব মল্লিক,রায়দিঘী :
তৃণমূল স্তরের জনগণের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়ন এর সকল সুবিধা পৌঁছে দিতে রাস্তা উদ্বোধনে এলেন সাংসদ স্বয়ং। আজ একই দিনে তার নিজের সাংসদ এলাকায় উদ্বোধন করলেন দুটি রাস্তার উদ্বোধন।রাস্তা দুটির একটি হল গিলেরছাট গ্রাম পঞ্চায়েতের অধীনে মহামায়া পোল হতে খাঁড়াপাড়া ২.৫ কিমি রাস্তা,অপরটি খাড়ী গ্রাম পঞ্চায়েতের অধীনে ৫ কিমি রাস্তা।দুটি রাস্তাই ৮ফুট ৩ইঞ্চি চওড়া ও আট ইঞ্চি পুরু কংক্রিট রাস্তা।রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য ও বর্তমান মথুরাপুর ২ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অলোক জলদাতা মহাশয়। তাঁর সঙ্গে ছিলেন কৃষ্ণ হালদার কাশীনগর অঞ্চল যুব সভাপতি প্রমুখ উল্লেখযোগ্য ব্যক্তিগণ। সাংসদ আসায় স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও ছিল চোখে পড়ার মতো । তিনটে থেকে চলা অনুষ্ঠানে প্রচুর লোক ও সমাগম ও হয়।