|
---|
লুতুব আলি : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তাঁর আরোগ্য কামনার জন্য ২২ অক্টোবর মেমারি উপকণ্ঠে তক্তিপুর মাসুম বাবার মাজারে বিশেষ প্রার্থনার আয়োজন করল পূর্ব বর্ধমানের মেমারি শহর তৃণমূল কংগ্রেস। মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশিষ্ট শিক্ষক নেতা স্বপন ঘোষালের নেতৃত্বে এই প্রার্থনা সভার টি অনুষ্ঠিত হয়। স্বপন ঘোষাল জানান, মা মাটি মানুষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেস আজ এক বট বৃক্ষ। তাঁর সাহচর্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমগ্র দলটাকে পরিচালনা করছেন। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তাঁর এই শূন্যতাকে কাজে লাগিয়ে বিজেপি ও সিপিএম লাগাতার কুৎসা করে চলেছে ও বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে। স্বপন বাবু আর ও জানান, আমাদের প্রিয় নেতা যাতে দ্রুত সুস্থ হয়ে জনগণের সামনে আসতে পারেন তার জন্য মাসুম বাবার মাজারে প্রার্থনা তথা জিয়ারত এবং চাদর চাপানো হল। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য লাভের জন্য এই প্রার্থনা সভায় অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন আই এন টি ইউ সি সি সভাপতি শেখ আশরফ আলি, এস. সি ও ওবিসি সেলের সভাপতি বিশ্বজিৎ বাগ, বঙ্গ জননীর সভানেত্রী রুপা খাতুন, তৃণমূল কংগ্রেস নেতা শেখ শফিক প্রমুখ।