|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: আদি মাঝিদের সরিয়ে সেই জায়গায় অন্য মাঝিদের আনা হচ্ছে। এই নিয়ে ঠিকাদাররা অত্যাচার শুরু করেছে আদি মাঝিদের ওপর। তারই প্রতিবাদে ময়দানে নামে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। নৌকা মাঝিদের নিয়ে অভিনব নৌকা মিছিল ও মিলন মেলার আয়োজন করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
বৃহস্পতিবার কালিয়াচক- ৩ ব্লকের পারলালপুর ঘাট থেকে ধুলিয়ান ফেরিঘাট পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়। এই অভিনব মিছিল দেখতে ভিড় জমিয়ে ছিলেন গঙ্গার পাড়ের মানুষেরা। জানা গেছে, সংশ্লিষ্ট ঘাটে মোট ৮৯ জন নৌকা মাঝি রয়েছে। তাদের সরিয়ে অন্য মাঝিদের আনা হচ্ছে সেখানে। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি মানব ব্যানার্জি জানান, ‘এখানকার আদি ও স্থায়ী মাঝিদের সরিয়ে সেই জায়গায় অন্য মাঝিদের নিয়ে আসার অপচেষ্টা চলছে। আমাদের সংগঠন তার তীব্র প্রতিবাদ জানায়। আদি মাঝিদের কিছুতেই সরানো যাবে না। তারই প্রতিবাদে এদিন নৌকা মিছিলের আয়োজন করা হয়।