সহায়ক দের পে স্কেলের পরিবর্তন, বকেয়া ডি এ প্রদান।

নতুন গতি নিউজ ডেস্ক, মালদা, ৩ আগস্ট। সহায়ক দের পে স্কেলের পরিবর্তন বকেয়া ডি এ প্রদান পে কমিশন কার্যকরী করা জবচার্ট তৈরী সরকারি বদলীনীতি মেনে চলা সহ একগুচ্ছ দাবি নিয়ে আন্দলনে নামতে চলেছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক সমিতি মালদা জেলা কমিটি। কমিটির সাধারণ সভা আগামী ৩ অগাস্ট শনিবার কর্মচারী ভবনে অনুষ্ঠিত হয় । উক্ত সাধারণ সভায় মালদা জেলার সকল সহায়ক বন্ধুদের উপস্থিত ছিলো । সভায় মুলত সহায়ক পদের পে-স্কেল পরিবর্তন । নতুন সহায়ক বন্ধুদের স্থায়ীকরণ বিষয়ে আলোচনা সহ বিভিন্ন আলোচনা হয়।

    এদিন সভায় বিনয় কুমার ঘোষ এবং জয়ন্ত ঝা কে নিয়ে সভাপতি মন্ডলি গঠিত হয়।সহায়ক দের পে স্কেলের পরিবর্তন বকেয়া ডিএ প্রদান পে কমিশন কার্যকরী করা জবচার্ট তৈরী সরকারি বদলীনীতি মেনে চলা সহ একগুচ্ছ দাবি যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত তার সপক্ষে লড়াই কে তীব্র করার জন্য সহায়ক বন্ধু দের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়।প্রারম্ভিক বক্তব্য রাখেন সম্পাদক পল্টু মিশ্র।নতুন কর্মচারি দের চাকরির কনফার্মেশন নিয়ে আলোচনা করেন সুমন কুমার দে। ক্রেডেনশিয়াল ফর্ম ফিলাপ এর মধ্য দিয়ে কর্মচারিবৃন্দের মতামত চাওয়া হয় তারা কোন ধরনের আন্দোলন চান।বেশিরভাগ কর্মচারি ধর্মঘট অনশন কর্মবিরতি ডেপুটেশনে র পক্ষে মতামত দেন ক্রেডেনশিয়াল রিপোর্ট পেশ করেন বিক্রম কুমার সিংহ।সংগঠনের লড়াই সংগ্রাম এর ইতিহাস তুলে ধরেন কো অর্ডিনেশন কমিটির নেতা রমাপদ চট্টোপাধ্যায় এবং যৌথ কমিটির তপন মন্ডল।উপস্থিত ছিল ১০৭ জন সহায়ক। জেলা সম্পাদক পল্টু মিশ্র জানান আপনাদের প্রস্তাব গুলো আগামী ১৮ তারিখে কেন্দ্রীয় কমিটির সভায় আলোচনা করে পরবর্তী লড়াইয়ের রুপরেখা তৈরী করা হবে।কর্মচারীগন যে কোনো লড়াইয়ে সক্রিয় ভাবে অংশগ্রহণ করবেন বলে জানান।এছাড়াও ভুইফোর কিছু অরাজনৈতিক মন্চ যারা পিছন থেকে সংগঠিত লড়াইকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে তাদের থেকে দুরে থাকার পরামর্শ দেন জেলা সম্পাদক।