|
---|
সংবাদাতা: ৩রা আগোষ্ট বর্ধমান শহরে জনসংযোগ যাত্রা করেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী ও খোকন দাস এর নেতৃত্বে আরও অনেক নৃত্রীবৃন্দৱা এই পদ যাত্রায় সামিল হয়ে ছিলেন৷ গোলাব থেকে বর্ধমান রেল স্টেশন পর্যন্ত এই পদ যাত্রা করেছেন৷ মানুষের কাছে গিয়ে কি ভাবে দ্রুত কাজ করা যায় এবং সবরকম সহযোগিতা করা এর উদ্যোগ নেই তৃণমূল কংগ্রেস৷