|
---|
মহ:নাজিম আক্তার:হরিশ্চন্দ্রপুর,৩১ অক্টোবর: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্যের বিভিন্ন জায়গার মত হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই জিপির চোপাল এলাকায় বৃহস্পতিবার দিদিকে বল কর্মসূচি পালন করা হল।হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত গ্রাম গুলিতে দিদিকে বল কর্মসূচি ও জনসংযোগ বাড়ানোর জন্য প্রচারে নামলেন রাজ্যের ক্ষুদ্র ওকুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজমূল হোসেন। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের জেলাপরিষদের সদস্য সন্তোষ চৌধুরী ও হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি কোয়েল দাস সহ স্থানীয় নেতারা।
তজমূল হোসেন বলেন,” সাধারণ জনগণকে সকল সহযোগিতা করার জন্য সব সময় তাদের পাশে আমরা থাকি।এই দিদিকে বলো ফোন নম্বর যেন সাধারণ জনগণের হাতে সঠিকভাবে পৌঁছায়।সাধারণ মানুষ যেন সাধারণ সুযোগসুবিধা থেকে বঞ্চিত না হয় তাই আমরা প্রচারে নেমেছি ।”