|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : সাতসকালে কলকাতার সোনার দোকানের সামনে লাইন কলকাতাবাসীর।
কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৩,১৭২ টাকা (কমেছে ১ টাকা), ৮ গ্রামের দাম ২৫,৩৭৬ টাকা (কমেছে ৮৮ টাকা), ১০ গ্রামের দাম ৩১,৭২০ টাকা (কমেছে ১১০ টাকা), ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৩,১৭,২০০ টাকা (কমেছে ১,১০০ টাকা) ৷
পাল্লা দিয়ে কমেছে ২৪ক্যারট সোনার দামও
কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৩,৩৯২ টাকা (কমেছে ১১ টাকা), ৮ গ্রামের দাম ২৭,১৩৬ টাকা (কমেছে ৮৮ টাকা), ১০ গ্রামের দাম ৩৩,৯২০ টাকা (কমেছে ১১০ টাকা), ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৩,৩৯,২০০ টাকা (কমেছে ১,১০০ টাকা) ৷