|
---|
নতুন গতি ডেস্ক : আজ সকালে মুর্শিদাবাদের বহরমপুর থেকে বীরভূমের রামপুরহাটের উদ্দেশে যাচ্ছিল যাত্রীবোঝাই বাস। সকাল সাড়ে ন’টা নাগাদ বীরভূমের নলহাটির মহেশপুর গ্রামের কাছে পৌঁছয় বাসটি এবং দুর্ঘটনায় কবলে পড়ে। চালক সজোরে ব্রেক কষেন এরপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি উল্টে যায় বাসটি। পাসে ফাঁকা মাঠ থাকায় বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা হয়। তিরিশ জন হাসপাতালে ভর্তি, পাঁচজন গুরতর আহত। দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে।
চালক কেনো হটাৎ জোরে ব্রেক মারলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার অবস্থা খুব খারাপ। খানাখন্দে ভরা রাস্তায় গর্ত পাশ কাটিয়ে চলার চেষ্টা করছিলেন বাসের চালক। কিন্তু একটি গর্ত তিনি দূর থেকে দেখতে পাননি। বাসের চাকা যাতে গর্তে না পড়ে, তা এড়াতেই সজোরে ব্রেক কষেছিলেন তিনি। তারপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। যাত্রীদের কেউ কেউ গুরুতর আহত হয়েছে। তবে বেশিরভাগেরই চোট সামান্য বলে জানিয়েছে চিকিত্সকরা। আহতদের উদ্ধার করে নলহাটি ও রামপুরহাট হাসপাতালে নিয়ে আসা হয়েছে । আহতদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর।
ছবি সংগ্রহ – 24 ঘন্টা বাংলা নিউজ।