আরামবাগে ‘মানবতার মুক্তির দূত বিশ্বনবী হজরত মহম্মদ’ শীর্ষক আলোচনা সভা

নুর মোহাম্মদ খান, হুগলি: মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সঃ) বিশ্ব নবী স্মরন সভা উপলক্ষে সম্প্রিতীমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেলো হুগলির আরামবাগ নেতাজী স্কোয়ার হাসপাতাল মোড়ে।

    এদিন সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের পিরজাদা মাওলানা ত্বহা সিদ্দিকী,আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাওলানা মনজুর আলম কাসেমী, আরামবাগ গালর্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ বানীপ্রসাদ সেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সেখ হাসান ইমাম, বসিরহাটের পীরজাদা খোবায়েব আমীন,ইসলামিক চিন্তাবিদ মাওলানা আবদুল্লাহিল মারুফ, জামাত ইসলামি হিন্দের সূরা কমিটির সদস্য তাহের উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী হাজি সেখ সিরাজুল হক, সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান, পীরনগর দরবার শরীফের মাওলানা আবুল কাসেম,মাওলানা ইশহাক, প্রধান শিক্ষক আব্দুর রহিম খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন।

    সহ বিশিষ্টজনেরা। এদিনের সম্প্রীতির সভায় মুল আলোচ্য বিষয় ছিলো স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা,রসুল সা: সময় সকল ধর্ম সমন্বয় শাসন ব্যবস্থা ও এখনকার শাষন ব্যবস্থা তুলনা, ইসলামে নারী শিক্ষা ও নারী অধিকার, প্রতিবেশীর অধিকার, গরীব দুস্থ অসহায় মানুষের অধিকার।

    জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা তুলনা, ইসলামে ধর্মীয় সহিষ্ণুতা ও উদারনীতি, এবং রাষ্ট্রনীতি বর্তমান গনতন্ত্র ব্যবস্থা নিয়ে তুলনা মুলক আলোচনা সহ হিন্দু মুসলমান সকল ধর্ম সমন্বয়ে বার্তা দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    এদিনের সভায় হিন্দু মুসলিম সহ সমস্ত ধর্মের প্রতি সম্প্রীতিমূলক বার্তা দেওয়া হয়। বিশ্ব শান্তি মানব কল্যাণের মাধ্যমে দেওয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়। এই সর্বধর্ম সমন্বয় সভাই উপস্থিত সকলে ‌ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।