|
---|
সালমান হেলাল ,নতুন গতি : ফুরফুরা শরীফের স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়তে ওলামা বাংলার পক্ষ থেকে মঙ্গলবার বারাসতের কদম্বগাছি ইসলামপুরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ মাওলানা আজমতুল্লাহ সিদ্দিকী, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা মোঃ কামরুজ্জামান, মাওলানা তাজাম্মুল হোসেন, মাওলানা তাজ মোহাম্মদ, সংগঠনের কদম্বগাছি অঞ্চল সভাপতি শেখ সামিউল হোসেন, সম্পাদক শেখ আহসানুল হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন মানব সেবায় ইসলামের গুরুত্ব ব্যাখ্যা করেন। মোঃ কামরুজ্জামান বলেন বাংলার মুসলিমদের অসহায় অবস্থার জন্য কেবল দেশভাগই দায়ী নয়, দায়ী শাসকগোষ্ঠীর সাম্প্রদায়িক মানসিকতা। তিনি বলেন একটি পিছিয়ে পড়া সাম্প্রদায়কে সমাজের মূলস্রোতে টেনে তুলতে একযুগ অর্থাৎ 12 বছর সময় যথেষ্ট। অথচ এই 72 বছরেও মুসলিম সমাজকে মূলস্রোতে টেনে তোলা গেল না।