বিদ্যুৎ ৭৫ ইউনিট পর্যন্ত ছাড় ,মমতা সরকারের অর্থ মন্ত্রীর বড়ো ঘোষণা

বিদ্যুৎ ৭৫ ইউনিট পর্যন্ত ছাড় ,মমতা সরকারের অর্থ মন্ত্রীর বড়ো ঘোষণা

    নতুন গতি,ওয়েব ডেস্ক: দ্বিতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এবার অর্থমন্ত্রী অমিত মিত্র , গরিব এ নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর থেকে বিদ্যুৎ বিলের এই বোঝা কমাতে বড়সড় ঘোষণা করলেন তিনি।

    বাজেট বলেন অমিত মিত্র বলেন, গত ৮ বছরে আমরা রাজ্যে ৯৯.৯ শতাংশ বৈদ্যুতিকরণের মাধ্যমে উপভোক্তাকে বিদ্যুৎ সংযোগের আওতায় এনেছি। এছাড়া গরিব মানুষদের কম দামে বিদ্যুৎ সরবরাহ করেছি। কিন্তু, এঁদের মধ্যে যাঁরা অত্যন্ত গরিব, তাঁদের কম দাম সত্ত্বেও বিদ্যুতের খরচ মেটাতে খুব অসুবিধায় পড়তে হয়। এই ধরনের মানুষের সাহায্যের জন্য ‘হাসির আলো’ নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করছি।

    প্রশ্ন হল, যাঁরা মাসে ৭৫ ইউনিটের বেশি খরচ করেন, তাঁদের জন্য কি আদৌ কোনও সুবিধা থাকছে। এখনও পর্যন্ত উত্তর, ‘না’। স্বাভাবিকভাবেই অর্থমন্ত্রীর এই ঘোষণায় মধ্যবিত্তের কোনও উপকার হবে না। কারণ, অধিকাংশ মধ্যবিত্ত পরিবারই মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করে থাকেন।