|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : বিদেশী পরিচয় গোপনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিয়া নারুলাকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। অভিযোগ, থাইল্যান্ডের বাসিন্দা রুজিরা পরিচয় গোপন করে ও ভুল তথ্য দিয়ে এদেশের পরিচয়পত্র বানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ২৯ মার্চ রুজিরাকে শোকজ় নোটিশ পাঠান স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব মনোজ কুমার ঝা। সেটি পাঠানো হয় কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায়। ১৫ দিনের মধ্যে তাঁকে এর জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে জানানো হয়েছে, ২০১০ সালের ৮ জানুয়ারি ব্যাঙ্ককের ভারতীয় দূতাবাস রুজিরা নারুলাকে PIO (পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন) কার্ড দেয়। সেখানে তাঁর বাবার নাম দেওয়া ছিল নিফন নারুলা।
২০১৭ সালের ৮ নভেম্বর PIO কার্ড পরিবর্তন করে OCI (ওভারসিজ় সিটিজেন অফ ইন্ডিয়া) কার্ডের জন্য আবেদন জানান রুজিরা। সেই আবেদন মঞ্জুর করে কলকাতার ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। তখন সেই আবেদনের স্বপক্ষে নিজের ম্যারেজ সার্টিফিকেট জমা দেন তিনি। কিন্তু, নোটিশ অনুযায়ী সেখানে তাঁর বাবার নাম দেওয়া ছিল গুরশরণ সিং আহুজা। বাড়ির ঠিকানা দিল্লির রাজৌরি গার্ডেন
এরপর ২০০৯ সালের ১৪ নভেম্বর প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন রুজিরা। অভিযোগ, সেখানেও নিজের পরিচয় গোপন করেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, থাইল্যান্ডের নাগরিক হিসেবে প্যান কার্ডের জন্য ৪৯AA ফর্মে আবেদন করতে হত। কিন্তু, সেখানে নাকি ভারতীয় নাগরিক হিসেবে ৪৯A ফর্মে আবেদন করেছিলেন তিনি। বাবার নাম দিয়েছিলেন গুরশরণ সিং আহুজা।
রুজিরার দেওয়া নথিগুলি খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকার। মনোজ ঝা নোটিশে জানিয়েছেন, ভুল তথ্য দেওয়ার জন্য ভারতীয় নাগরিকত্ব আইন, ১৯৫৫-র 7D ধারার A ও E উপধারায় তাঁর সব নথি বাতিল করা হতে পারে।