|
---|
জাকির হোসেন সেখ, ২ এপ্রিল, নতুন গতি, কলকাতা: ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান তৃনমূল দলত্যাগী অর্জুন সিংয়ের বিরুদ্ধে তৃনমূল কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাবের উপর স্থগিতাদেশ চেয়ে অর্জুন সিং যে আবেদন করেছিলেন হাইকোর্টে, আজ তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্ট আজ তৃণমূল কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাবের পক্ষেই রায় দিয়ে একসপ্তাহের মধ্যে নতুন বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল সভাপতি তথা রাষ্ট্রীয় খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একে মানুষের জয় বলে উল্লেখ করেন।
উল্লেখ্য যে, উত্তর ২৪ পরগণা জেলার ভাটপাড়া পৌরসভা হল ৩৪ বর্গকিলোমিটার আয়তনের পশ্চিমবঙ্গের বৃহত্তম পৌরসভা যার বর্তমান জনসংখ্যা হল সাড়ে ৪ লক্ষ। যাতে রয়েছে কাঁকিনাড়া, জগদ্দল এবং শ্যামনগরের মতো তিন তিনটি রেলওয়ে স্টেশন, যার দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ৬.৯ কিলোমিটার।
৩৪ সদস্যের এই পৌরসভায় ৩৩ জন কাউন্সিলর ছিলেন তৃনমূল কংগ্রেসের এবং একজন মাত্র কাউন্সিলর সিপিআইএম দলের।
এ হেন পৌরসভার চেয়ারম্যান তৃনমূল কংগ্রেসের এমএলএ অর্জুন সিং গত ১৪ মার্চ যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন, তখন থেকেই রাজনৈতিক মহলে হৈচৈ শুরু হয়ে যায়।
অর্জুন সিং বিজেপিতে যোগ দেয়ার পর অনেকেই মনে করেছিলেন যে, ৩৩ জন তৃনমূল কাউন্সিলরদের মধ্যে বেশিরভাগই হয়তো অর্জুন সিংয়ের সাথে বিজেপিতেই যোগ দেবেন।
এমন আশঙ্কায় জল ঢেলে দিয়ে জেলার শিল্প এলাকার একটি বড় অংশে বিজেপিকে কামড় বসাতে না দেয়ার জন্য তৃনমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কাউন্সিলরদের নিয়ে তড়িঘড়ি মিটিং ডাকেন এবং দলত্যাগী অর্জুন সিং বাদে ৩২ জন কাউন্সিলরকেই সঙ্গে পান। এবং তারপরেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত হয়। সেই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন চেয়ারম্যান অর্জুন সিং। আজ কলকাতা হাইকোর্ট যা খারিজ করে দিয়েছে।
অন্যদিকে কয়েকদিন আগে অর্জুন সিং এর ডাকা অধিবেশনে কেউ উপস্থিত না হওয়ায় তা বাতিল হয়েছিল বলে
আজই তিনি ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে ভোট অন একাউন্ট পেশ করেছেন এবং বলেছেন যে, এটা নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে করা হয়েছে। একথাও তিনি বলেছেন যে, আইন অনুযায়ী এক তৃতীয়াংশ সদস্যের সমর্থন থাকলেই নাকি ভোট অন একাউন্ট পেশ করা যায়। আত্ম বিশ্বাসি অর্জুন সিং বলেন, তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে তিনিই গরিষ্ঠতা লাভ করবেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এমন ভাবনাকে হাস্যকর বলে উড়িয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য যে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং তাঁর বিপরীতে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দিনেশ ত্রিবেদী। এবিপি নিয়েলসনের সমিক্ষায় যাকে পরাজিত হবেন বলে দেখানো হয়েছে।