|
---|
আয়ুব আলি : মাঝিপাড়া মোস্তফা মিশন স্বাধীনতা র ৭৫ বর্ষ পূর্তি ও ৭৬ বর্ষ স্বাধীনতা দিবস উদযাপন করল। এদিন সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করে মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ওসমান মণ্ডল ও পরিচালনা মন্ডলী র সদস্য এবং ছাত্ররা সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন করে, সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মিশনের পরিচালনা মন্ডলী ও শিক্ষকগন ও বিশিষ্ট অতিথিগন ছাএদের আবৃত্তি ও নাটকের অভিনয় প্রদর্শিত হয়।