কংগ্রেসের গড়ে আশাবাদী ওয়েলফেয়ার পার্টি, দাবি জিতবেন ডঃ ইলিয়াস

মিজানুর কবির,জঙ্গিপুরঃ জঙ্গিপুর লোকসভায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মনোনীত প্রার্থী ডঃ এস আর ইলিয়াসের সমর্থনে শুরু হলো দেওয়াল লিখন।

    কার্যত সোমবার জঙ্গিপুরের ৩ নম্বর ওয়ার্ড পাঁচমাথা মোড়ে প্রার্থী নিজেই এই দেওয়াল লিখনের শুভ সূচনা করেন। হাতে কলমে পাশে পেয়ে কার্যত খুশী বুথ লেভেলের কর্মীরা ।
    মদ মুক্ত বাংলা গড়া কিংবা দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে পদযাত্রাই প্রথম থেকেই পায়ে পা মিলিয়েছেন
    আফগার -ই-মিল্লীর সম্পাদক তথা জে এন ইউ এর লড়াকু নেতা উমর খালিদের পিতা ডঃ ইলিয়াস।
    জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বরাবরি কংগ্রেসের গড় নামে পরিচিত ।বিগত বছরেরও চলে কংগ্রেসের চাকা। প্রায় ৮০০০ হাজার ভোটে জেতেন প্রণব পুত্র শ্রী অভিজিৎ মুখার্জি। ২০১২ লোকসভা বাই-ইলেকশন আবার সাক্ষি আছে ওয়েলফেয়ার পার্টির ঝুলিতে যাওয়া ৪২০০০ ভোট।
    কার্যত এই নিয়ে আশাবাদী ওয়েলফেয়ার পার্টি । পার্টির তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানান তারা এই কেন্দ্র থেকেই ভবিষতে লোকসভায় প্রতিনিধি পাঠাতে চলেছে।
    প্রসঙ্গত উল্লখ্যে যে মুরশিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ৭০ শতাংশ সংখ্যালঘুর বসবাস।বেশিরভাগ টাই বিড়ি শ্রমিক।শিশু শ্রমিকের সংখ্যা নজরকাড়া। জেলার শিক্ষা কিংবা সাস্থ্য পরিষেবার হাল বেহাল ।শিল্পসংস্থান নেই বললেই চলে । লোকসভা কেন্দ্রের ভোটারদের কাজের তাগিদে রাজমিস্ত্রী খাটতে অন্য রাজ্যে যেতে হয়।
    যে লোকসভা ভারতের রাস্ট্রপতি উপহার দিয়েছে তার এরকম দশায় রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসি এমনটাই সুত্রানুসারে জানা গেছে।