|
---|
মহঃ রিপন ,বীরভূম
ভারতবর্ষে কম্পিউটারের জন্য একটা সময় বিক্ষোভ দেখিয়েছিল cpi-m পার্টি। এবার এই সিপিআইএম-এর হাত ধরেই ভারতে আসছে প্রথম রোবট পুলিশ। জানা গেছে কেরল পুলিশ একটি একটি রোবট কে তাদের ইউনিটে শামিল করতে চলেছে।কেরল পুলিশ বিভাগের প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কেরালা পুলিশ সাইবারডোম মঙ্গলবার রাজধানীতে আসিমভ রোবোটিক্সের মতো মানুষের মতো রোবট ‘কেপি-বিওট’ তৈরি করেছেন।
কেরালের এডিপি মনোজ আব্রাহাম বলেন, “রোবট নিজেই চলতে পারে, এবং এ কারণে এটি একটি humanoid বলা হয়। কেরলের ত্রিবান্দাম থানায় কাজও শুরু করে দিয়েছে সেই রোবট। মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করেন কেরলের মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন। কেরল পুলিশের দাবি, থানায় থেকে নানারকম কাজকর্মে সাহায্য করবে এই রোবট পুলিস।