|
---|
নিজস্ব প্রতিনিধি; পূর্ব মেদিনীপুরঃ
কিছুদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এলাকায় অপরিচিত কাউকে দেখলেই ছেলেধরা ও কিডনি পাচারকারী সন্দেহে চলছে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করার মত ঘটনা। এই ঘটনার রেশ কাটতে নাকাটতেই আবার জেলার দূর্গাচক থানার হলদিয়া পৌর সভার ৭নং ওয়ার্ডে মর্নাকশিয়া কারখানার সামনে ঝিকুরখালি গ্রামে দুটি যুবকের মৃতদেহ পড়ে দেখে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় দুজনকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের। খুন হওয়া দুজনের নাম দিলিপ বারুই এবং অপরজন সুজিত মণ্ডল। দুজনের মধ্যে একজন রঙের কাজ করতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থেকে এসেছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ঘটনা স্থলে উপচে পড়েছে অসংখ্য মানুষের ভিড়। ঘটনাস্থলে পৌঁছেছে দুর্গাচক থানার পুলিশ। এই খুনের কারন কী, তা এখন পর্যন্ত পরিস্কার বোঝা যায়নি।
এ ব্যপারে পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। ঘটনায় খুন হওয়া দুজন ব্যক্তির পাশে একটি বাইকও ঊদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ এই ঘটনা বিশদ ভাবে খতিয়ে দেখতে শুরু করেছে।