|
---|
মহ. ইব্রাহিম মণ্ডল : হুগলির পুরশুড়া থানার ঘোলদিগরুই যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে খানাকুলের বালিপুরে শিক্ষালয়ে মানবজাতির আমূল পরিবর্তন আনতে এই উদ্দেশ্যে নিয়ে বাংলা অনুবাদ কোরান শরীফ বিতরণ ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সাধারণ মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো প্রায় দেরশো জন মানুষের হাতে কোরান শরীফ তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাববীয়া মিশনের কর্নধার সাইদ আকবর সাহেব, সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক রাকিব হক, আল কোরআন একাডেমী লন্ডনের হুগলি জেলার কো-অর্ডিনেটর সৈয়দ মোর্তজা আলী, ও পুরোহিত রাজা চক্রবর্তী, ইসলামী চিন্তাবিদ মুফতি ইউসুফ সাহেব, আইনজীবী মিরাজ হোসেন, মাওলানা জামাল উদ্দিন , মুফতি গোলাম হাবিব, শিক্ষক মুসারফ আলি,ডা: ফিরোজ আব্বাস, সঞ্চালনায় ছিলেন সৈয়দ রাফে সুরুর , এই ফাউন্ডেশন সমাজের জন্য যেভাবে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছে সকলেই এই ফাউন্ডেশনের শ্রীবৃদ্ধি কামনা করেন।