|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়িতে মহিলাদের নিয়ে গঠিত হল উইনার্স। শিলিগুড়িতে মহিলাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় প্রশাসন। চিন্তায় শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশও। তাই মহিলাদের নিয়ে গঠন করা হল উইনার্স। এই বাহিনী শিলিগুড়ির জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। যেকোন জায়গাতে মহিলাদের নিরাপত্তায় সমস্যা হলেই ডাকা হবে উইনার্সকে। তারাই রক্ষা করবে বিপদে পড়া মহিলাদের। উনার্স বাহিনীর উদ্বোধন করে পুলিশ কমিশনার গৌরব শর্মা জানালেন এবার থেকে শিলিগুড়িতে মহিলারা মহিলাদেরই রক্ষা করবে। যেকোন অপরাধ হলেই তা দমন করতে এগিয়ে আসবে নারী বাহিনী উইনার্স। শিলিগুড়ি ছাড়াও মাটিগাড়া,বাগডোগরা এবং চম্পাসারিতে উইনার্স বাহিনী মহিলাদের রক্ষা করতে এগিয়ে আসবে। শিলিগুড়িতে উইনার্সকে নিয়ে যথেষ্ট উচ্ছাসিত মহিলা বাহিনীও।তারা জানালেন লোকসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে বেড়েছে অপরাধও তাই শিলিগুড়িতে প্রয়োজন উইনার্সের।এবার শিলিগুড়ি নিরাপদে থাকবে।