যথেষ্ট ভাবে দাম পড়ল জ্বালানির। স্বস্তির নিশ্বাস নিলো দেশবাসী

নতুন গতি ডিজিটাল ডেস্ক : শেষমেষ দাম কমল পেট্রোল-ডিজেলের। এতবছর দামের জেরে গোটা দেশবাসী জর্জরিত ছিল। অবশেষে হোলির পরই স্বস্তির নিশ্বাস নিলো দেশবাসী। যথেষ্ট ভাবে দাম পড়ল জ্বালানির।

    পেট্রলের দাম লিটারপিছু ২.৬৯ টাকা। আর ডিজেলের দাম লিটারপিছু কমেছে ২.৩৩ টাকা। এ দিকে, কলকাতায় পেট্রলের দাম কমে গিয়ে দাঁড়ালো লিটার পিছু ৭২.৯৮ টাকা আর ডিজেলের দাম কমে হল লিটারপিছু ৬৫.৩৪ টাকা। পাশাপাশি এক নজরে দেখতে গেলে দিল্লিতে বুধবার পেট্রলের দাম কমল এবং তা হল লিটারপিছু ৭০.২৯ টাকা। যেটা মঙ্গলবার পর্যন্ত ছিল লিটারপিছু ৭২.৯৮ টাকা। আর ডিজেলের দাম কমে হয়েছে ৬৩.০১ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত সেখানে দাম ছিল লিটারপিছু ৬৫.৩৪ টাকা। জানা গিয়েছে, বিক্ষিপ্ত ভাবে ২৭শে ফেব্রুয়ারি থেকেই কমতে শুরু করেছে জ্বালানির দাম। যেটা লিটারপিছু ৬৫.৯৭ টাকা।

    উল্টোদিকে এখনও পর্যন্ত এই পেট্রোলের লিটার প্রতি মুম্বই তে দাম ৭৫.৯৯ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটারপিছু ৬৫.৯৭ টাকা। একই অবস্থা চেন্নাইতেও লিটারপিছু পেট্রলের দাম হয়েছে ৭৩.০২ টাকা এবং ডিজেলের দাম লিটারপিছু হয়েছে ৬৬.৪৮।