|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: বর্ধমান জংশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল টেশন। সারা ভারতবর্ষের সঙ্গে সংযোগকারী রেল স্টেশন হিসেবে খ্যাতি আছে এই বর্ধমান রেলওয়ে স্টেশনের।তাই যাত্রীচাপ ক্রমবর্ধমান । এই যাত্রী চাপ কমাতে তাই রেলওয়ে প্রশাসন শুরু করছে চলমান সিড়ি। বর্ধমান প্ল্যাটফর্মে তিন নম্বর এবং আট নম্বর প্লাটফর্মে বসছেএই চলমান সিঁড়ি। এতে বয়স্ক বয়স্কাএবং প্রতিবন্ধীরা বিশেষ উপকৃত হবেন বলে জানা গেছে। এই চলমান সিঁড়ি বসায় খুশির হওয়া বর্ধমানের যাত্রী মহলে।