|
---|
আজিম সেখ,নতুন গতি ,ফারাক্কা:-কয়েকজন চিকিৎসা মিলিত প্রয়াসে গড়ে উঠেছে মুর্শিদাবাদের ফরাক্কার আলীনগরে হায়াত মেডিকেয়ার । তৃতীয়বর্ষ পূর্তি ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত হয় বিনামূল্যে চিকিৎসা শিবির ।
এই শিবিরে প্রত্যেক রুগিদের ফ্রীতে ঔষধ দেওয়া হয়েছে, ও পি ডি সম্পূর্ণ বিনামূল্যে এবং চোখের ছনির অপারেশন ,পি এফ টি,ইউরো ফ্লো,আর বি এস,HbA1C 100%বিনামূল্যে । এবং অন্যান্য টেস্ট গুলিও সর্বচ্চ 50%ছাড় দেয়া হয় ।
সংস্থার এইচ আর মুহম্মদ নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান যে আমরা শুধু 26জানুয়ারি নই বছরের আরো অনেক সময এই ধরনের ফ্রি চিকিৎসা শিবির করে থাকি।