বর্ধমানে বিপন্ন শিশুদের বর্ণাঢ্য ভাইফোঁটার আয়োজন করল মিলিত প্রয়াস।

লুতুব আলি : পূর্ব বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস আর্থিকভাবে বিপন্ন শিশুদের নিয়ে বর্ণাঢ্য ভাইফোঁটার আয়োজন করেছিল। বর্ধমান শহরে অনুষ্ঠিত ভাইফোঁটার অনুষ্ঠানে সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত ৩০ জন শিশুকে বিশেষভাবে অভ্যর্থনা জানালেন। ভাইদের মঙ্গলারথে ও দীর্ঘায়ু কামনা করে বোনেরা সুসজ্জিতভাবে ভাইদের ফোঁটা দিল। মিলিত প্রয়াসের সম্পাদক প্রতনু রক্ষিত জানান, ভাইফোঁটা অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের শিশুদের হাজির করানো হয়েছিল। ভাইফোঁটার পর শিশুদের মিষ্টিমুখ করানো হয়। এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে ও শিশুদের উৎসাহিত করতে এলাকার পার্শ্ববর্তী লোকেরা ও হাজির হন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সম্পাদক অর্ণব হালদার, সদস্য অরিন্দম সাধু প্রমুখ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে : এই বাস্তব প্রবাদ বাক্যটি কে সামনে রেখে সংগঠনটি মিলিত প্রয়াস এর মাধ্যমে উত্তীর্ণ হতে চায়। এদিনের অনুষ্ঠান সংগঠিত করতে বিশেষভাবে সহায়তা করেন স্থানীয় এলাকার বাসিন্দা রুকসা খাতুন।