|
---|
সেখ সামসুদ্দিন, ৭ ফেব্রুয়ারিঃ জামালপুর ব্লক প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রায় ৩০০০ মুরগি ছানা বিলি করা হয় আজ। জামালপুর ২ পঞ্চায়েত ও চকদিঘী পঞ্চায়েতের ২৮০ জন উপভোক্তার হাতে ১০ টি করে মুরগি ছানা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক প্রাণী আধিকারিক ইন্দ্রনীল বেরা, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন রাজ্যের প্রতিটি মানুষ কোনো না কোনো ভাবে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা পান। এই মুরগিছানাগুলো প্রতিপালন করে অনেকটাই স্বনির্ভর হতে পারবেন এই মহিলারা। যা তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। মুরগি ছানা পেয়ে খুশি এই মহিলারা।