|
---|
রবিউল ইসলাম ও সামিম হোসেন ,সাগরদিঘি : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের অন্যতম গ্রামাঞ্চল কাবিলপুর। এই অঞ্চলে অনেক মানুষের বসবাস। বালিয়া থেকে টিকটিকি পাড়া ভায়া কাবিলপুর প্রায় ৮ কিমি রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থা ফলে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষজন। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির জলে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বর্তমানে যাতায়াত করাই দুষ্কর, ফলে রাস্তায় যাতায়াতের জন্য ভোগান্তি হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। সারাবছরই খানাখন্দে ভরা রাস্তা ঘাট, বৃষ্টির জল পড়ে সেসব এখন জায়গায় জায়গায় ছোট পুকুরের চেহারা নিয়েছে, বিশেষ করে কাবিলপুর অঞ্চলের রাজারামপুর ঘাট সংলগ্ন ও সাহেব নগর। বেহাল রাস্তাটি অবিলম্বে দ্রুত সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজনেরা। জীবন হাতে করে নিয়ে প্রতিদিন যাতায়াত করেন শতাধিক যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন। নতুন রাস্তার দাবিতে একাধিক বার পথ অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় এলাকার বাসিন্দাদের। প্রশাসন ও জনপ্রতিনিধিদের বার বার জানিয়েও কোন লাভ হয় নি। প্রতিবারই জুটেছে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। অবিলম্বে রাস্তা সংস্কার করা প্রয়োজন করা জরুরী । বহুবার সংশ্লিষ্ট দফতর ও উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও রাস্তা মেরামতের কোনও উদ্যোগই হয়নি। এলাকার স্থানীয় গ্রামবাসী বার বার অভিযোগ করেছেন, দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসন কিংবা পঞ্চায়েত বা জেলা পরিষদ এমনকী পূর্ত দফতরের কোনও হেলদোল নেই।
ছবি : রহমতুল্লাহ