সাগরদিঘির মোরগ্রামে ক্রিকেট প্রেমীদের ভিড়,খেলাধুলার চর্চা অব্যাহত রাখার বার্তা মোরগ্রাম স্পোর্টিং ক্লাবের

সাগরদিঘির মোরগ্রামে ক্রিকেট প্রেমীদের ভিড়,খেলাধুলার চর্চা অব্যাহত রাখার বার্তা মোরগ্রাম স্পোর্টিং ক্লাবের

    সাহিন হোসেন, নতুন গতি, সাগরদিঘি,মুর্শিদাবাদঃমুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে বহরমপুর যাওয়ার পথে মানুষ থমকে দাঁড়ান। তারপর দেখতে শুরু করছেন ক্রিকেট। দেখতে দেখতে কখন ঘন্টা দেড়েক পার হয়ে যাচ্ছে টেরই পান না।এভাবেই  খেলা উপভোগ  করলেন  বহু পথ চলতি মানুষ।  

    সাগরদিঘির মোর গ্রামে খেলা প্রেমীদের এ যেন এক উৎসব। ১৪ বছর ধরে  ধারাবাহিকভাবে খেলার আয়োজনের মধ্য দিয়ে  দর্শকদের দারুণভাবে আনন্দ দিয়ে চলেছে  মোরগ্রাম স্পোর্টিং ক্লাব।

    খেলা শুরু হয় ২৬  জানুয়ারি।সেদিনই  মোরগ্রাম স্টেডিয়ামের উদ্বোধন করেন সাগরদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ কুন্ডু ও ওসি সুমিত বিশ্বাস।

    দীর্ঘ প্রতীক্ষার অবসান।  ফাইনাল খেলা ছিল  শনিবার ।

    শীতের দুপুরে খেলা দেখতে  ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। ধুমধাম ছক্কা হাঁকাচ্ছেন প্লেয়াররা,ক্রিকেটারদের  স্টাইল নজর কাড়ছে দর্শকদের । চার,ছয়, আউট সমবেত হাততালি মুহুর্মুহু। এন্টারটেইনমেন্ট  আর কাকে বলে। ক্রিকেটের সাথে যেন বন্ধুত্ব গড়ে তুলেছেন দর্শকরা। মানুষের মধ্যে ঐক্য মেলবন্ধন এভাবেই গড়ে ওঠে। ফিল্ডারদের দুর্দান্ত ক্যাচ দেখে গ্যালারি চেঁচিয়ে  উঠছে  ‘বহুত খুব ‘ বলে।

    খেলোয়াড়দের বাড়ছে আত্মবিশ্বাস।

    গ্যালারিতে উপচেপড়া ভিড়। ক্রিকেট উৎসবে মেতেছে সাগরদিঘির মোরগ্রাম।

    এদিনের ফাইনাল খেলায় উপস্থিত  ছিলেন  জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান,মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল মধু, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সোহরাব,সাগরদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ কুন্ডু ও ওসি সুমিত বিশ্বাস।সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি বেরাজুল  ইসলাম।

     

    সাংসদ খলিলুর রহমান বলেন, ‘ক্রিকেট খেলা শরীরচর্চার অঙ্গ । ভাতৃত্ববোধের   শিক্ষা দেয়।   সকলে পাশাপাশি বসে  খেলা উপভোগ করা সম্প্রীতির ঐতিহ্য বহন করে। ‘

    খেলাধুলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান  শিক্ষাবিদ ও মুর্শিদাবাদ জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ সোহরাব।

    মানুষকে  আনন্দ দিতে পেরে অায়োজকরা খুশি বলে জানান উদ্যোক্তা  মুস্তাফিজুর রহমান।

    বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মন্টু রহমান,সমাজসেবি  এহেতাসামুদ্দিন,  আরব আলী,দীনেশ পান্ডে,  প্রভাত ঘোষ,মোঃইমরান হোসেন, শফিউল অালম,সিরাজুল ইসলাম প্রমুখ।

    শনিবার ২৯ ফেব্রুয়ারি ছিন ফাইনাল খেলা।ফাইনাল খেলায় অংশগ্রহণ করে লালগোলা আমান একাদশ  ও বীরভূম ফোর স্টার ক্লাব।ফাইনাল খেলায় জয়ী হয় লালগোলা আমান একাদশ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন  ।