|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : শেষ হলো এ বছরের মাধ্যমিক পরীক্ষা আর এই শেষদিনেও পরীক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা বাড়াতে বিভিন্ন উপহার নিয়ে উপস্থিত হলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, ১৫ই মার্চ মঙ্গলবার পরীক্ষার শেষ দিনে সাগরদিঘী এস. এন. উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ৩২৩ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে লেবু ও পেয়ারা গাছ তুলেদেন পাশাপাশি ক্যাডবেরি চকলেট ও পানীয় (ফ্রুটি) তুলেদেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। সাগরদিঘী ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী সুরজিৎ চ্যাটার্জী মহাশয়, সাগরদিঘী থানার এস.আই শ্রী অরিন্দম সেন মহাশয় ও মিশন গ্রিন ইউনিভার্স এর অর্ধেন্দু বিশ্বাস মহাশয় এদের সকলের বিশেষ সহযোগিতায় এদিনের কর্মসূচি সম্পন্ন হয়।উপস্থিত ছিলেন সাগরদিঘী এস. এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমিজউদ্দিন মল্লিক, মির্জাজজবুল, রাধারানী দেবনাথ, অমিতাভ দাস, মুক্তিপদ মার্জিত, সামাদ সেখ প্ৰমুখ। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান এই চরম বিশ্বায়নের যুগে মানব সমাজ ও সুস্থ পরিবেশ গড়ে তোলার একমাত্র উপায় হল এই ‘গাছ’ এবং ছাত্র সমাজ, যুবসমাজ ও আমাদের সকলেরই প্রচেষ্টায় সম্ভব এই মহান বিশ্বের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ।