বিধ্বংসী দাবানলের গ্রাসে খোদ উত্তরবঙ্গের পর্যটনশিল্পের অন্যতম জলদাপাড়া অভয়ারণ্য

নতুন গতি ডিজিটাল ডেস্ক : বিধ্বংসী দাবানলের গ্রাসে খোদ উত্তরবঙ্গের পর্যটনশিল্পের অন্যতম জলদাপাড়া অভয়ারণ্য। দাউদাউ করে জ্বলছে অরণ্যের বিস্তীর্ণ অঞ্চল। আগুনের লেলিহান শিখায় দূর থেকে চোখে পড়ছে লাল আকাশ। এই অভয়ারণ্যেই বাস এক শৃঙ্গ গন্ডার, বাইসনের মতো বহু জীবজন্তুর। দাবানলের গ্রাসে তাদের প্রাণহানির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবেশপ্রেমীরা।

    কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার অরন্যের অনেকাংশ জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তার ফলে অস্ট্রেলিয়ার সাথে সাথে সারা পৃথিবীর ও বিশাল ক্ষতি হয়েছে। যা সম্পূর্ণরুপে আগের মতো হতে কয়েক যুগ লেগে যাবে। কিন্তু এর মধ্যেই আরও এক দুঃসংবাদ পরিবেশের আরও এক সংকটময় পরিস্থিতি ডেকে এনেছে।

    সোমবার রাতে উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের মালঙ্গি বিটেই আগুন লাগার ঘটনা ঘটে। তোর্সার ঘাসবনে আগুন লাগে প্রথমটায়। শুষ্ক জলবায়ুতে অরণ্যের শুকনো পাতা এবং খড়কুটোয় তাই আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দাবানলের গ্রাসে চলে যায় ৮ বর্গ কিলোমিটার গভীর জঙ্গল।

    তবে মঙ্গলবার সকাল হতেই আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়। কিন্তু কীভাবে ওই আগুন লাগলো, তা নিয়ে চিন্তিত অভয়ারণ্য কর্তৃপক্ষ। প্রাথমিক অনুমান, আশেপাশের কোনও গ্রামের মানুষেক কার্যকলাপই এর জন্যে দায়ী। তবে ঠিক কী কারণে আগুন লাগল তোর্সার পাশের ঘাসবনে, তা আপাতত খতিয়ে দেখছে পুলিশ।