|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া; রানাঘাট স্পোর্টিং ক্লাবে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে রক্ত দান শিবির অনুষ্টিত হয় 30 জন রক্তদাতা রক্তদান করেন ।নেতাজী সুভাষ চন্দ্র বোসের 125 তম জন্মদিন আর সেই উপলক্ষে রানাঘাট স্পোর্টিং ক্লাব তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রক্ত দানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করলেন ।কোরোনা সংক্রমণের জন্য এই বছর নানা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। 26 শে জুলাই 1931 সালে রানাঘাটে নেতাজী সুভাষ চন্দ্র বসু এসেছিলেন রানাঘাট দেশবন্ধু ব্যায়াম গাড়ে দ্বার উদঘাটন করতে ওই দিন এই ক্লাবের নামকরণ করেন রানাঘাট স্পোর্টিং ক্লাব ।নিজে হাতে এই ক্লাব সম্বন্ধে লিখে দেন ।যা আজও ওই ক্লাবের দেওয়ালে শোভিত হচ্ছে। ক্লাব থেকে বর্তমান রানাঘাট পৌরসভা অবধি পদ যাত্রায় অংশগ্রহণ করেন সেই রাস্তার নামকরণ হয় সুভাষ এভিনিউ । আজও রানাঘাটবাসীর কাছে নেতাজির আগমন এবং নেতাজির ক্লাবে পদার্পন শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।