ইঁট ভাটায় কয়লা বহন করা লরির, চাকায় পিষ্ট হলো ঐ ভাঁটার এক শ্রমিকসন্তান নবদ্বীপে

 

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি,নদীয়া;কিছুদিন আগেই নদীয়ার চাঁদড়ায় এক ইঁটভাটার ভাঁটির দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছিলো তিন জন শ্রমিকের। আজ আবারো ইটভাটার চরম গাফিলতির নিদর্শনে শ্রমিকের শিশু মৃত্যু!
    ইটভাটার লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হল ওই ভাটায় কর্মরত শ্রমিক পরিবারের এক বালক। জখম বালকের নাম সন্দীপ মাঝি। বয়স আনুমানিক বারো বছর।আহত ওই বালক ও তার পরিবার বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। জানা যায়, শনিবার সকাল আনুমানিক এগারোটা টা নাগাদ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় রাজ্য সড়কের পাশে অবস্থিত একটি ইট ভাটায় কয়লা বোঝাই একটি লরি ঢোকার সময় তার চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় সন্দীপ। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ মৃত্যু হয় সন্দীপের।।এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় ভাটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ বাহিনী। পুলিশকে দেখে ন্যায্য ক্ষতিপূরণ ও অভিযুক্ত লরি চালক ও খালাসির যথাযোগ্য শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ভাটায় কর্মরত শ্রমিকেরা।