একমাত্র বামপন্থীরাই সংগঠিত, বাকি সব আবেগের দল! শতরূপের দাবি মতুয়া সম্প্রদায় নিয়ে চলছে রাজনীতি

 

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি,নদীয়া; সিপিআইএম একমাত্র সংগঠিত বাকি সমস্ত দল তৈরি হয়েছে আবেগে! ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন সরকারি উদ্বাস্তু দপ্তর তৈরি করেছিলেন। মতুয়া সম্প্রদায়ের জন্য পুরস্কার ঘোষণা, বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছিলো। তাদের লড়াইয়ের পাশে আমরা ছিলাম। তবে বর্তমানে বিজেপি এবং তৃণমূল তাদের সংসারে অশান্তি ধরিয়ে মূল আন্দোলনকে দ্বিধা বিভক্ত করেছে,নদিয়ায় এসে এ কথাই জানালেন সিপিআইএম তরুণ নেতা শতরূপ ঘোষ।
    শহীদ সুরঞ্জন মন্ডলের স্মৃতিসৌধে মাল্যদান করে শুরু হয় মূল সভার। উপস্থিত ছিলেন সিপিআইএম দলের শান্তিপুর জোনাল কমিটি সম্পাদক সৌমেন মাহাতো, সি আই টি ইউ জেলা নেতৃত্ব তথা ফুলিয়া আঞ্চলিক কমিটির সম্পাদক অনুপ ঘোষ সহ বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দ।