|
---|
সেখ সামসুদ্দিন : আজ ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেমারি বামুনপাড়া মোড়ে শিক্ষক সংগঠনের অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি পুরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত। উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, শিক্ষক সৌমিত্র চ্যাটার্জী, পাটোয়ারী মান্ডি সহ সদস্যবৃন্দ, শ্রমিক সংগঠনের জেলা নেতা আশিষ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মার উদ্যোগে কৃষ্ণবাজার পাঁচ নম্বর ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী। উপস্থিত ছিলেন সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, পুর সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, সংখ্যালঘু সেলের শহর সভাপতি ফারুক আব্দুল্লা, জয়হিন্দ বাহিনীর শহর সভাপতি অজিত সিং, আইটি সেলের সদস্য শুভেন্দু গুহ সহ অন্যান্য নেতৃত্ব। সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করে মাল্যদান ও পুষ্পার্ঘ দেওয়ার পর মিষ্টিমুখ করানো হয়। এছাড়াও মেমারি এক নং ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর সামশুল হক মির্জা ওয়ার্ড সদস্যদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।