ব্রিজ নির্মাণে নিম্ন মানের কাজ হওয়ার জন্য কাঞ্চননগরে উত্তপ্ত এলাকা।

নিশির কুমার হাজরা, বীরভূম : আজ সকালে বীরভূমের দুবরাজপুর এর পদুমা পঞ্চায়েতের কাঞ্চন নগর ও ঘোঘা গ্রামের মধ্যবর্তী কান্দরে ব্রিজ নির্মাণ ঠিকমতো না হওয়ায় গুনসীমা, যাত্রা, কুলতোড় সহ একাধিক পার্শ্ববর্তী গ্রামের মানুষজন বিক্ষোভ দেখান নতুন নির্মিত ব্রিজের সামনে এসে।

    বিক্ষোভকারীরাবাদ মাধ্যমকে জানান, ২০১৮ সালে শুরু হয় গুনসীমা মসজিদ থেকে কুলতোড় ব্যারেজ এই রাস্তাটি। এই রাস্তার উপরেই রয়েছে এই ব্রিজ। দীর্ঘ সাত-আট মাস ধরে চলছে এই ব্রিজ নির্মাণের কাজ। নিম্নমানের কাজ হওয়ার কারণে বারবার ভেঙে পড়ছে ব্রিজের বিভিন্ন অংশ।

    বিক্ষোভকারীদের মধ্যে গোপীনাথ ঘোষ জানান এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বলতে গেলে তারা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছান দুবরাজপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং পরিস্থিতি সামাল দেন। সমস্যা সমাধানের আশ্বাস দেন বিক্ষোভকারীদের।