টোকিও বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়াবেন বিশ্বভারতীর প্রাক্তনী।

নতুন গতি নিউজ ডেস্ক : বাংলা বিভাগের এক প্রাক্তন ছাত্র টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ থেকে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ‍্যাপনা করার জন্য আমন্ত্রণ পেলেন। তাঁর নাম নব গোপাল রায়, বাড়ি বোলপুরের কাছেই বল্লভপুরে। বিশ্বভারতীতে বিদ‍্যালয় স্তর থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেন তিনি।   বর্তমানে তিনি পুরুলিয়া সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দু’বছরের লি এনে তিনি টোকিও যাচ্ছেন। সাত দিন আগে তাঁর সঙ্গে ইমেল মারফত একটি চিঠিতে তাঁর সাথে যোগাযোগ করে টোকিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি সিধু কানহু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। বিষয়টি বিবেচনাধীন। চলতি বছরের ১ অক্টোবর মাস থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে পড়াবেন। নবগোপালবাবু জানান, টোকিও বিশ্ববিদ্যালয়ে আগেও পবিত্র সরকার ও শুভা দাসগুপ্তের মত ব‍্যক্তিত্বরা পড়িয়েছেন। তবে বিশ্বভারতীর বাংলা বিভাগ থেকে তিনিই প্রথম। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও জাপানের সম্পর্ক দীর্ঘদিনের ছিল। দুই দেশের সংস্কৃতির মধ্যে আদান-প্রদান হবে বাংলাভাষার মাধ্যমে। ভাষাগত ভাবে কোন অসুবিধা হবে কিনা জিজ্ঞেস করতে তিনি জানান, এর আগে তিনি শিকাগো ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।তাঁর কথায় বিদেশি ছাত্র ছাত্রীদের মধ্যে বাংলা ভাষা নিয়ে খুব আগ্রহ। নিজেও একটু আধটু জাপানি ভাষা জানেন। তাঁর কথায়, বাঙালি হিসেবে তার খুব ভালো লাগছে! জাপানিরা যেটা নিজের ভাষায় বলেন, ”ওয়াতো সানিহা!”।