বীরভূমে১১২টি তাজা বোমা ও ৯টি পিস্তল সহ গ্রেপ্তার ৩৯৯ জন।

 

    খান আরশাদ, বীরভূম।

    জেলা জুড়ে তল্লাশি চালিয়ে মিললো বোমা, পিস্তল, কার্তুজ। গ্রেপ্তার করা হল ৩৯৯ জনকে।

    সম্প্রতি লোকসভা নির্বাচনের পর বার বার শিরোনামে উঠে এসেছে বীরভূম। রাজনৈতিক কারনে বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ সংগঠিত হয়েছে।
    সম্প্রতি দু-দুটি বিস্ফোরণও হয়েছে জেলায়। একটি মল্লারপুরের মেঘদূত নামে ক্লাবে। অপরটি লাভপুর থানার মিরবাঁধ গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের একটি পরিত্যক্ত আবাসনে। বোমা মজুত থাকার ফলেই এই বিস্ফোরণগুলি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। শাসক বিরোধী উভয়েই বার বার জেলায় বোমা মজুত থাকার অভিযোগ করে আসছে। বেশ কয়েকবার বোমা উদ্ধারও হয়েছে। ফের তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য মিললো পুলিশের।
    বীরভূমের সদাইপুর, কাঁকড়তলা,লাভপুর,নানুর সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করলো ১১২টি তাজা বোমা, ৯টি পিস্তল এবং বেশ কিছু কার্তুজ। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে পুলিশ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৯৯ জনকে গ্রেপ্তার করেছে। জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন পরবর্তিতে আরও এধরনের অভিযান চালানো হবে।