লক ডাউনের সময় বীরভূমের বিশিষ্ট শিল্পপতী টুলু মণ্ডল গরিব মানুষদের উদ্দেশে আলু ও চাল বিতরণ করলেন।

আজিম সেখ,নতুন গতি ,বীরভূম:-বিশ্ব জুড়েCOVID-19সংক্রমনের কারণে প্রতিরোধের একমাত্র উপায় হিসেবে কেন্দ্র ও রাজ্য সরকার দেশে ও রাজ্য জুড়ে’লক-ডাউন’ ঘোষণা করেছেন এবং মহামারী আইন কার্যকর করেছেন।এমত  অবস্থায়   বিশিষ্ট শিল্পপতী নাজিমউদ্দিন মন্ডল ( টুল মন্ডল )মহাশয়।


    এলাকার গরীব দুস্থ লোকজনদের কথা ভেবে মোহাম্মদ বাজার থানার সেকেড্ডা গ্রাম পঞ্চায়েত , ভারকাটা গ্রাম পঞ্চায়েত , দেউচা গ্রাম পঞ্চায়েত , পুরাতন গ্রাম গ্রাম পঞ্চায়েত ছাড়া আরো কাছাকাছি বেশ কিছু গ্রামের মানুষ দেরকে ১৫কেজি চাল ও ১০কেজি করে আলু দিয়ে সাহায্য করলেন।


    টুলু মন্ডল মহাশয় কে সেকেন্ড গ্রাম পঞ্চায়েত ভারকাটা গ্রাম পঞ্চায়েত, দেউচা গ্রাম পঞ্চায়েত এবং পুরাতন গ্রাম গ্রাম পঞ্চায়েত সহ আরো অন্যান্য গ্রামের মানুষেরা কাছে পেয়ে খুবই আনন্দিত ও গর্বিত। তিনি শুধু একা না সমস্ত গ্রাম পঞ্চায়েতর মানুষকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করেন। তার প্রমাণ আজ দিলেন। শুধু এটাই নয় তিনি বারবার গরিব মানুষের প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আগামী দিনে এলাকাবাসী দেরকে প্রতিশ্রুতি দেন তাদের যে কোন সমস্যার সম্মুখীন হবেন। গরীব দুস্থ মানুষরা এলাকার না খেতে পেয়ে কেউ মারা যাবে না। এই লকডাউন পরিস্থিতি যতদিন সাবাভিক না হচ্ছে ততদিন এলাকাবাসীর পাশে এই ভাবেই পরিষেবা দিয়ে যাবেন টুলু মন্ডল মহাশয়।
    আরো জানান আমাদের এই এলাকায় যে সমস্ত ব্যাক্তি এই সাহায্য না পেয়েছেন তারা যোগাযোগ রাখবেন আমরা তাদের সাহায্য করবো।


    আমরা এই মুহূর্তে২২০০ব্যাগ চাল ও ১২০০ব্যাগ আলু মোতায়েন রেখেছি আরো কয়েক দিনের মধ্যে স্টক করে নিবো যাহাতে এলাকা বাসীর কোনো অসুবিধা না হয়।