|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- একদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্যদিকে বাংলা আবাস যোজনা এনিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত চলছে নাম কে কেন্দ্র করে।মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রাপ্য বহু টাকা দিচ্ছে না আটকে রেখে দিয়েছে।এনিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংগঠিত হয় পশ্চিম বঙ্গ তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।আবাস যোজনার কাজ যেন বন্ধ না হয় তার জন্য রাজ্য সরকার বিকল্প ব্যবস্থার ও উদ্যোগ নিচ্ছেন।ইতিমধ্যেই রাজ্যজুড়েই শুরু হয়েছে বাংলা আবাস যোজনার কাজ।
অনুরূপ ভাবে বৃহস্পতিবার বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কথা ভেবে তাদের বাসস্থান পাকা করার উদ্দেশ্যে ২ নং ওয়ার্ডের মাজুরিয়া আদিবাসী পাড়ায় প্রথম ভীত পুজো করে বাংলার বাড়ি প্রকল্পের চতুর্থ পর্বের শুভ সূচনা করা হয়। এদিন সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলটি চক্রবর্তী সহ আরও অনেকে। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, এই এলাকায় এখন ১৬ টি বাড়ি এসেছে। সেই বাড়িগুলোর আজ থেকে কাজ শুরু হল।