|
---|
পারিজাত মোল্লা : সম্প্রতি একটি কারাটে বেল্ট গ্রেডেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নিউ টাউনের গ্রিনউড পার্কে।উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, অঙ্কুরহাটি (হাওড়া), কোন্নগর, নিউ টাউনের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫০ জন কারাটে ছাত্র এবং কিছু স্কুলের কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেনসি মনোজ কুমার দাস ও সেনসি কে.আর. বিক্রান্ত গুপ্ত শিহান কৌশিক বোস, ছিলেন প্রধান পরীক্ষক যিনি বর্তমানে জাপান থেকে ব্ল্যাক বেল্টের সেভেন ডিগ্রি ধারণ করছেন, সেনসেই তাপস বিশ্বাস ছিলেন সহকারী পরীক্ষক। আয়োজক প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল শোটোকান-রিউ কারাটে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর সাথে অনুমোদিত, যা কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং কারাতে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সদস্য। কেআইও হল ভারতীয় কারাটে এর একমাত্র জাতীয় ফেডারেশন যা আবার ওয়ার্ল্ড কারাটে ডো ফেডারেশন এর সদস্য।