শিলিগুড়ির তাপমাত্রা বেড়ে প্রায় 40 ডিগ্রী

নিজস্ব সংবাদদাতা: প্রচণ্ড গরমে মানুষের হাতে পৌছে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয়।আজ শিলিগুড়ির তাপমাত্রা বেড়ে প্রায় চল্লিশ ডিগ্রীর কাছাকাছি।শিলিগুড়িতে এত গরম প্রায় পান নি শিলিগুড়ির মানুষ।গরমে বেড়েই চলেছে নানান ধরনের রোগ।পেটের রোগ নিয়ে ভর্তি প্রায় শিলিগুড়ির পঞ্চাশ শতাংশ মানুষ। প্রচুর মানুষ আসছেন ডায়রিয়া নিয়ে।গরমে প্রায় বন্ধ মানুষের বাইরের খাবার খাওয়া। প্রচণ্ড গরমে শিলিগুড়িতে বাইরে মানুষ প্রায় বের হচ্ছেন না বললেই চলে। দিনে রাতে শিলিগুড়িতে এই দাবদাহে পুড়ছে প্রায় সব শিলিগুড়ির মানুষই। গরমে বিক্রি বেড়েছে আইসক্রীম সহ অন্যান্য ঠান্ডা পানীয়র।বিক্রি কমেছে মমো চাউমিন সহ অন্যান্য খাবারের। প্রচণ্ড গরমে লোডসেডিং আরো মাথাব্যাথার কারন হয়ে দাড়িয়েছে মানুষের কাছে। গরমে শিলিগুড়িতে বিক্রি বেড়েছে ফ্যানের।সব ধরনের ফ্যান এবং এসি বিক্রি হচ্ছে বাজারে। শিলিগুড়িতে প্রচণ্ড দাবদহে প্রায় বিপর্যয় নেমে এসেছে ছাত্রছাত্রীদের জীবনে।এই গরমে ব্যাগ নিয়ে ইষ্কুলে যাওয়ার পরে ছাত্রছাত্রীদের প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে।প্রচন্ড গরমে মানুষ প্রায় দিশেহারা হয়ে পড়ছেন।আগামী কয়েকদিনে শিলিগুড়িতে এই দাবদহ থেকেই যাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।